আমাদের কথা খুঁজে নিন

   

লাইক করলে কার কি ক্ষতি হবে ?

আজব দুনিয়া, নতুন ব্লগে ঢুকে যে মেসেজ পেলাম সেটা হল। আপনি নতুন ব্লগার সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৭দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন। ৭ দিনের জায়গায় আজ ৪৫ দিন হয়ে গেল।

আমার তো কোন এক্টিভিটি ই নাই নিয়ম কিভাবে মানবো? ভালো লেখা পোষ্ট করুন বলেছে- ভাল মন্দ তো পরের কথা লেখা পোস্ট করলে মানুষ পাবে কিভাবে। না কোথাও প্রকাশিত হবে না আমি কোথাও যেয়ে বলতে পারবো যে আমি কিছু লিখেছি। এই রকম অবস্তায় অন্যরা আমার লেখা কিভাবে পড়বে? প্রথম পাতায় প্রকাশিত না হোক ১৫ দিন পর অন্তত মন্তব্য করতে দেওয়া উচিত। লাইক করতে দেওয়া উচিত। আরে লাইক করলে কার কি ক্ষতি হবে ? এমনি থাক দরকার নেই আমার ব্লগ।

সামুর ব্লগ সামুর কাছেই থাক । সামু নিজে লিখুক, সামু নিজে পরুক-যা করে করুক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।