প্রিয় ব্লগার বন্ধুরা, আপনারা নিশ্চই খুব ভাল আছেন। টুক সমস্যার তাক লাগানো সমাধানের কিছু টিপস। এ প্রচেষ্টায় আপনাদের সামান্য উপকারে আসলে আমার এ লিখা সার্থক হবে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করবbr /> কিবোর্ড কাজ না করলে:যদি কিবোর্ড কাজ না করে, তাহলে কোন কিছু লিখতে পারবেন না কম্পিউটারে। এ সমস্যার সমাধান দিতে পারে উইন্ডোজের অন স্ক্রিন কিবোর্ড।
অনস্ক্রিন কিবোর্ড চালু করার জন্য উইন্ডোজের Start মেন্যু থেকে All programs এ গিয়ে Accessories>Accessibility>on screen key-board-এ ক্লিক করুন। এবার একটি ভার্চুয়াল কিবোর্ড হাজির হবে মনিটরে। যা লিখতে চান, মাউসের সাহায্যে ওই কিবোর্ডের বাটনগুলোতে ক্লিক করলেই হলো।
পেনড্রাইভ বন্ধ-চালুর খেলা: বেশির ভাগ ক্ষেত্রেই পেনড্রাইভের মাধ্যমে কম্পিউটারে ভাইরাসের সংক্রামন হয়ে থাকে। এ কারনে খুব বেশি প্রয়োজন না হলে সব সময় কম্পিউটারে পেনড্রাইভ সমর্থন বন্ধ রাখতে পারেন।
উইন্ডোজ সেভেন অপরেটিং সিস্টেম সহজেই তা আবার চালু করা যাবে। পেনড্রাইভ Disable করতে প্রথমে Start Menu থেকে Run এ গিয়ে regedit লিখে এন্টার চাপুন। এাবার Registry Editor উইন্ডো খুলবে। HKEY^LOCAL^MACHINESYSTEM->CurrentControlSet->services->USB-SUOR-এ যান। এবং ‘start’ নামের ফাইলের উপর ডবল ক্লিক করে এর ভ্যালু ’৪’ করে দিন।
তাহলে আপনার পিসিতে আর কোন পেনড্রাইভ কাজ করবে না। আবারো পেনড্রাইভ অপশন Enable করতে চাইলে ‘Start’-এ পুর্বের ভ্যালু অর্থাৎ ’৩’ সেট কিরুন। তাহলে কম্পিউটারে যে কোন পেনড্রাইভের সমর্থন পাবে।
আজ এ পর্যন্তই, সকলেই ভাল থাকেন সুস্থ থাকেন এই কমনায়.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।