অনন্তি, কতবার ভেবেছি ভুলে যাব ; কত ক্ষণে।
মধ্য রাতের এক অদৃশ্য দহনে
গুমড়ে ওঠে ঘুমন্ত কষ্টরা ; অতন্দ্র চোখ ভরে জলে।
বুঝলাম-আমার পথ ছেয়ে গেছে ভুলে।
তোমার বাউটি পরা স্বপ্নরা যখন
অন্য আকাশ ; অন্য আলোয় ভাসে,
অথচ আমি ক্লান্ত তখন।
স্মৃতির জানালা খুলে চেয়ে থাকি অনিমেষে।
এখনো অজান্তে জোনাকি রাতে দেখি আকাশ।
অনন্তি, তোমার মনে আছে-সেই চন্দ্রি মাস !
মুখোমুখি তুমি আমি জীবনের গল্প বলা,
হয়তো বৃথাই ছিল আমাদের ছুটে চলা।
অতঃপর এক ঝড় এলো নেমে,
দুজনার পথ গেল থেমে।
এখনও আধার
কাটেনি আমার।
পথ সীমাহীন, অনন্ত,
অথচ আমি ক্লান্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।