আপনি গাধা ! কি রাগ করলেন আপনাকে গাধা বললাম দেখে ? রাগ করলে করেন ! সত্য সত্যই। আপনি গাধা, আমি গাধা আমরা সবাই গাধা। ঐযে একটা গান আছে না,
"আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্তে"
"রাজার" জায়গায় হয়ে "গাধা"।
হঠাৎ করে কেন গাধা নিয়ে লাগলাম ? বিদেশী এক কোম্পানি গাধা-রাজ্জের গ্যাস ক্ষেত্রে ৫০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে ঘোষণা দিল। মর্জিনা-বিবিও তাদের হয়ে বেশ বর-সড় ভাষণ দিয়ে দিল একখান।
ব্যাস ! গাধা-রাজ্জের টিভি-পত্রিকা সব ফলাও করে প্রচার করল সেই খবর !!! দেশের উন্নতি বলে কথা !!! চারদিকে ধন্য ধন্য পরে গেলো ।
আমরা এত বড়ই গাধা যে, একবারের জন্যও কারো মনে হলো না...৫০ কোটি ডলার দিয়ে তারা ৩০০ কোটি বা তারও বেশি টাকার সমমূল্যের গ্যাস নিজেরাই নিয়ে যাবে, পারিশ্রমিকের নামে। আমাদের গাধা-রাজ্জের সরকার হাঁসি মখে সেই কবে থেকে এক এর পর এর বিদেশী কম্পানির সাথে চুক্তি করে যাচ্ছে, যা গ্যাস আমাদের তুলে দিবে, তার ৩-৪ গুন নিজেরা তুলে নিবে।
বিদেশী কোম্পানি দিয়ে আমরা গাধারা কেন গাধা-রাজ্জের সব গ্যাস তোলাব ? ৪০ বছরেও কেন আমরা নিজেরা তোলার সামর্থ্য অর্জন করতে পারি নাই ?? আমাদের সোনার বুয়েট-কুয়েট-রুয়েট-চুয়েট পাশ ইঙ্গিনিয়ার সাহেবরা নিজেদের প্রযুক্তি বের করতে পারল না কেন ?
সেইযে মর্জিনা-বিবি ভাষণ দিচ্ছিল, তার পাশে কিন্তু গাধা-রাজ্জের রুই-কাতলা থুক্কু "সংগ্রামী গাধা-নেতারা"ও বসে ছিল, তারা প্রতিবাদ করলো না কেন ??
ইঙ্গিনিয়ার সাহেবদের সম্পর্কে আমরা কিছু বলব নাহ। উনারা মানুষ, আমরা গাধা সম্প্রদায়...তাই বলা কি উচিৎ হবে? বাকিদেরটা বলি,
মূলা-তো চিনেন ? গাধার সামনে মূলা ঝুলিয়ে দেয়া-- এই টাইপ একটা প্রবাদ পরেছেন নিশ্চয়ই।
আমাদের "সংগ্রামী গাধা-নেতা" দের সামনেও মূলা ঝুলে ! বিদেশী কোম্পানির টেন্দার-বাজির সময় উনারা বেশ কিছু মূলা পান, কোম্পানিকে কাজ পাইয়ে দেয়ার জন্যও পকেট মূলায় ভরে যায়। আরও- কতো পন্থা !
এত সহজেই যদি মূলার জোগাড় হয়ে যায়, তাহলে আর নিজেরদের কষ্ট করার দকরকার কি বলুন।
পরিশিষ্ট: এত কথা বলার কারন কি তা বলি এখন। আর ১৫-২০ বছর পর যখন গাধা-রাজ্জের সব গ্যাস শেষ হয়ে যাবে (অন্য দেশে পাচার হয়ে যাবে) তখন সব গাধার টনক নড়বে ! দলে দলে সকল গাধা মানুষে Transfer হবে। কিন্তু আমরা মানুষ হতে চাই নাহ, গাধা থাকতে চাই !!
বিদ্রঃ সকল কিছুই ব্লগারের কল্পনা, বাস্তবের সাথে মিল খুঁজে পেলে নিজ দায়িত্তে......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।