আমাদের কথা খুঁজে নিন

   

।। রূপালী চাঁদের রাতে ।।

বাঙলা কবিতা রূপালী চাঁদের রাতে এ-বৃষ্টিচন্দনে কেন মাখালে শরীর? দেহের অতলে মৌন দেহ পুড়ে যায়... রাশিরাশি জ্যোৎস্নার ধাতুভস্ম ঝরে পড়ে নৈঃশব্দ্যে অস্থির রাত, শ্মশানের অগ্নি চমকায়; ও-উষ্ণ চপল বাহু ধরে রাখি দগদগে হাতে, মিহিন রূপায় গড়া লক্ষকোটি তীর অব্যর্থ নিশানা খুঁজে বেঁধে এসে এ-পোড়া অন্তরে; রূপালী চাঁদের চেয়ে বহুগুণ রূপালী জ্যোৎস্নাতে এ-জীবন্তদগ্ধদেহ তোমাকে কামনা ক'রে অবিরাম রতিমাঠে গড়াগড়ি যায়; মনের গোপনে এক উনোনের ক্ষীর টগবগ ফোটে আর উত্তাপে অস্থির হয়ে ওঠে তার দুঃখের ভেতরে...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।