আমাদের কথা খুঁজে নিন

   

আজকের মোবাইল কথনঃ ব্ল্যাকবেরী জেড ১০

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   এন্ড্রয়েডের সাথে তাল মেলাতে ব্ল্যাকবেরীর নতুন অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরী ওএস ১০ এ চলে এমন একটি সেট ব্ল্যাকবেরী জেড ১০ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। ব্ল্যাকবেরীর অন্যান্য সেটের মতন এরও দাম অন্যান্য সেটের তুলনায় দাম কিছুটা বেশি হবার পরেও ব্ল্যাকবেরী ভক্তরা ভালই কিনছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৩৭.৫গ্রাম ওজনের এই সেটটির পুরুত্ত মাত্র ৯ মিলিমিটার। এতে আছে ৪.২ ইঞ্চি ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন। সেটটি সাদা এবং কালো রঙে পাবেন। মোবাইলটি চালাতে থাকছে ১.৫গিগা হার্জ ডুয়েল কোর প্রসেসর, ২জিবি র‍্যাম এবং ১৬ ইন্টারনাল মেমরি । সেটটি মাইক্রো এসডি মেমরিকার্ড সাপোর্ট করে যা দিয়ে আপনি এর স্টোরেজ ৬৪জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন।

এতে আছে জিও ট্যাগিং ও ফেস ডিটেকশন ফিচার সহ এলইডি ফ্লাস যুক্ত ৮মেগাপিক্সেল ক্যামেরা, এবং ফুল এইচডি ভিডিও করার সুবিধা। এছাড়াও থাকছে ২মেগাপিক্সেলের এর ফ্রন্ট ক্যামেরা যা দিয়েও এইচডি ভিডিও রেকরডিং করা যাবে। সেটটিতে আছে ১৮০০এমএএইচ ব্যাটারি যা আপনাকে প্রায় সাড়ে ৯ঘন্টা টকটাইম এবং ৩০০ঘন্টা স্ট্যান্ডবাই ব্যাকআপ দিবে। সেটটি ২জি এবং ৩জি উভয় নেটওয়ার্কই সাপোর্ট করে। এছাড়া ওয়াইফাই, জিপিআরএস, এজ, এনএফসি এবং ব্লুটুথ কানেকশন সমর্থন করে।

তবে সেটটির জন্য বিশেষ ইন্টারনেট কনফিগারেশন লাগবে। বিভিন্ন মোবাইল অপারেটর যেমন বাংলালিংক, এয়ারটেল ব্ল্যাকবেরী ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে। এত ফিচার সহ ব্ল্যাকবেরী জেড ১০ এর দাম পড়বে ৫১,৫০০ টাকা। পাবেন যেকোনো বড় মোবাইল শোরুমে। ফোনটির ব্যাপারে যেকোনো মতামত দিতে পারেন এখানে।

এবং আপনার মোবাইল বিষয়ক যেকোনো পোস্ট অবশ্যই দিবেন আমাদের সকলের গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।