আমাদের কথা খুঁজে নিন

   

বিনামূল্যে মাস্টারকার্ড বানানোর সহজ কৌশল। (বিশাল বিশাল ছবিসহ )

বাস্তব জগতের লেখক এবং পাঠক। সপ্নবান কিন্তু সাধারন ツ একটা মাস্টারকার্ড কে না চায়। বিশেষ করে Freelancer-দেরতো প্রতিনিয়তি লাগে। আর বিনামূল্যে পেলেতো কথাই নেই এখন দেখাবো কিভাবে মাস্টারকার্ড বানাতে হয়। মাস্টারকার্ড চালানোও ব্যয়বহুল ব্যপার।

একটিভ করতেই লাগবে ৯ ডলার আর প্রতিবার ATM থেকে টাকা তুলতে গেলে লাগবে ৩ ডলার ATM withdrawal $3.15 ATM withdrawal Decline $1.00 Annual card account maintenance $29.95 তবে বানাতে এবং বানানোর পর হাতে পেতে কোন টেকা পয়সা লাগে না। এখনো যাদের ইচ্ছা আছে চলুন শুরু করি। প্রথমেই http://www.payoneer.com এ যাই। এবার মেইলবক্স চেক করুন। একটি কনফার্মেশন মেসেজ পাবেন।

একটু অপেক্ষা করুন, আর একটি মেইল এ প্রামাণ্য দলিল চাবে। পাসপোর্ট হলে দুই পিঠ একসাথে দিন। আপাতত ঝামেলা শেষ। অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যেই এরকম একটি কনফার্মেশন মেইল পাবেন। এবার অপেক্ষার পালা।

ঠিকানা ঠিকমতো দেওয়া হলে আর পিয়ন আপনার বাসা চিনলে কার্ড আপনার বাসায় কিছুদিনের মধ্যেই পৌছে যাবে। ভাল হয় পিয়নকে আগেই হাত করে নিন বকশিস দিয়ে। মাস্টারকার্ড হাতে পেলে তা একটিভ করে নিন Payoneer.com এ যেয়ে। Payoneer এ লগইন করে বিস্তারিত যেনে নিন কত খরচ পরবে। এবার আপনি মাস্টারকার্ডের মালিক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।