মনে মনে কত কী ভাবতে থাকি। ভাবি যে, আমি যা যা ভাবছি, তুমি তা জানো। আবার এও বুঝি, তুমি তা কী করে জানবে? আবার ভাবি, নিশ্চয়ই তুমি জানো, তাই, যা আমি ভাবছি। এভাবেই ভাবতে ভাবতে রাত পার হয়, ভোরে চোখ বুজে আসে। ঘুম ভাঙলে, পৃথিবী ডাক দেয়।
সেই ডাকও উপেক্ষা করতে পারি, করেও থাকি। মাথায় তখন শ্রীমতী ভাবনা মিশ্র, তোমাকে ভাবিয়ে চলে। তুমি তার কিছুই জানো না, কিন্তু আমি মনে মনে ভাবি, তুমি সব জানো। ফিরে তাকালেও জানো, না তাকালেও জানো। জানো যে, তা আমি জানি।
আমার জানাটা কি ঠিক না? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।