উপকার করতে না পারি,ক্ষতি করবনা অন্তত এখন যে নিয়মটি দেখাবো এটা হচ্ছে টাইম লাইন রিমুভ করার সবচেয়ে সেরা উপায় । এই এপলিকেশনটা প্রায় সব ধরনের ব্রাউজারে সাপর্ট করবে। যেমন ; Firefox, Chrome, Safari, Internet Explorer . > প্রথমে এখানে প্রবেশ করুন। > ঐ সাইটের ডান দিকে একটি এডঅনস ইনষ্টল করার অপশন আছে; সেখান থেকে এডঅনসটি ইনষ্টল করে ফেলুন। > এবার আপনার ব্রাউজারটি বন্ধ করে আবার চালু করুন মানে রিষ্টার্ট দিন। দেখুন আপনার টাইম লাইন আর দেখা যাচ্ছে না। নোট: আবার টাইম লাইনে ফেরত যেতে চাইলে শুধু ঐ এডঅনস টি ডিসেবল অথবা রিমুভ করে দিন। এটা আগেও দেখে থাকলে দুঃখিত ভাল থাকবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।