গত বছর আগষ্ট মাসে এক খান Symphony FT 30 মোবাইল কিনি। এই বছর জুলাইয়ে সেটের টাচ নষ্ট হয়ে যায়। কি আর করা, জুলাই ৭ এ গেলাম মহাখালীর Symphony কাষ্টমার কেয়ারে। তারা সেট রেখে দিয়ে বলল, পার্টস নাই, টাইম লাগবে। তো দিলাম টাইম।
তারা ডেলিভরী ডেট দিল জুলাই ২২ তারিখ। সেই ২২ তারিখ আজও আসল না। এখনো নাকি তাদের পার্টস আসে নাই।
আরে ধান্দাবাজি করার একটা লিমিট থাকে। তোরা পার্টস না রাইখা Warranty দেস কেন? যত সব ফাউল কম্পানী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।