আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া: চাইনিজ ডিম

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম। চাইনিজ চাইনিজ করি হররোজ তাই নিজ দেশটার রাখিনাতো খোজ দেশি খাবারের প্রতি নেই কোন টান বেশি খাই স্যুপ ফ্রাই, ভাতে অভিমান ঢিলেঢালা শার্ট নেই, প্যান্ট পড়ি টাইট পিলেচমকানো তার অর্ধেক হাইট ! তালা চাবি ঘড়ি সব চাইনিজ মাল কালা ত্বক সাদা হয় খেলে হারবাল কমদামি হ্যান্ডসেট, ক্যামেরা ও টিভি রমরমা বিজনেস, কেনে মিয়া-বিবি হাজারে হাজারে মাল, দেখে হিমশিম বাজারে নতুন এলো চাইনিজ ডিম ! [ কমপক্ষে এক বছর পর একটা ছড়া লিখলাম। তাও বাসে বসে, মোবাইলে ! এটা কিছু হলো ? ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।