আমাদের কথা খুঁজে নিন

   

ভাল খবর শুনুন ভাল থাকুন

বিগত সাড়ে তিন বছরে সাড়ে তিন হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের জন্য টোল বা চাঁদা আদায়ের পরিবর্তে বেশি করে রেমিট্যান্স (প্রবাসী-আয়) দেশে পাঠাতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গত শনিবার সন্ধ্যায় তাঁর সম্মানে পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার হোটেলে বাংলাদেশ কমিউনিটি আয়োজিত ইফতার মাহফিলে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী প্রবাসীদের উদ্দেশে বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের জন্য টোল আদায় বা চাঁদা তোলার দরকার নেই, বরং আপনারা দেশে আরও বেশি বেশি রেমিট্যান্স পাঠান।’ তিনি বলেন, নিজস্ব তহবিলে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণে তাঁর সরকারের সিদ্ধান্তের প্রতি দেশে-বিদেশে বাংলাদেশের মানুষের সাড়া দেখে তিনি অভিভূত। বিদ্যুৎ-ঘাটতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, জনসংখ্যার সঙ্গে ব্যবহার বৃদ্ধি এবং আর্থসামাজিক অবস্থা ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের ফলে বিদ্যুতের চাহিদা বাড়ছে। তাঁর সরকার বিগত সাড়ে তিন বছরে সাড়ে তিন হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করেছে। প্রধানমন্ত্রী যুদ্ধা-পরাধীদের বিচার সম্পন্ন করতে তাঁর সরকারের অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।