আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কম্পিউটার টিপস

বলার কিছু নাই বাংলাদেশে নতুন একটি কম্পিউটার এন্টিভাইরাস পাওয়া যাচ্ছে যার নাম বুলগার্ড ইন্টারনেট সিকিউরিটি এর কত গুলো ইউনিক ফিচার বিদ্যমান যে গুলো আমাদের ইন্টারনেট সিকিউরিটি টা আমাদের মনের মত করে সাজাতে সাহা্য্য করবে । যেমন এর একটি ফিচার এর নাম হল প্যারেনটাল কন্ট্রোল যা দ্বার আপনি যে কোন অবাঞ্চিত ও দৃষ্টিকটু ওযেবসাইট গুলো কে ব্লক করে রাখতে পারবেন এছাড়া কম্পিউটারের ইনকামিং ও আউটগয়িং যে পোর্ট গুলো থাকে তা আপনি কনফিগার করতে পারবেন প্রয়োজনে তা ব্লক করে রাথতে পারবেন । এছাড়া অনলাইনে ডাটা স্টোরেজ এর ও সুবিধা আছে এক নজরে ফিচার গুলো দেথতে পারেন । • ০১. এন্টিভাইরাস • ০২. ফায়ারওয়াল • ০৩. স্পামফিলটার • ০৪. সেফ ব্রাউজিং • ০৫. গেম মুড • ০৬.প্যারেন্টাল কন্ট্রোল • ০৭.ভ্যালনারএ্যাবিলিটি স্ক্যানার • ০৮. PC টিউন আপ • ০৯. অনলাইন ব্যাকআপ • ১০. অনলাইন সার্পোট (সফটওয়্যার রিলেটেড কোন সমস্যা হলে এখান থেকে সাহায্য নেয়া যায়। আর একটি বিষয় হল আপনারা ইচ্ছে করলে এর ৬০ দিনের ট্রায়াল ভার্সন ব্যবহার করে যাচাই করতে পারেন। সফটওয়্যার ইনস্টল লিংক তাছারা বিভিন্ন ভাইরাস কি ভাবে রেমুভ করা যায় তার ও অনেক গুলি টিপস এখানে দেয়া আছে অনেক কষ্টে সামুর প্রথম পাতায় লেখতে পারছি া যদি কোন ভুল হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।