আমাদের কথা খুঁজে নিন

   

ছোট সমস্যা সহজ সমাধান

ছোট সমস্যা সহজ সমাধান বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনের বড় অংশজুড়ে রয়েছে প্রযুক্তিনির্ভরতা। ফলে বাড়ছে তথ্যপ্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির ব্যবহার কাজকর্মকে সহজ করলেও অনেক সময় ছোট সমস্যা বেশ ঝামেলার কারন হয়ে দাঁড়ায়। অথচ জানা থাকলে নিমিষেই করা যায় এসব সমস্যার সমাধান। প্রযুক্তি ক্ষেত্রে কিছু সমস্যা ও এর সহজ সমাধান নিয়ে আজকে আমার এ ছোট্ট আয়োজনbr /> মাউস নষ্ট হলে জরুরি একটি ’পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন’ আজ জমা দিতে হবে।

কিন্তু পিসিতে বসতে দেখা গেল মাউসটি কাজ করছে না। তখনি ঠিকও করা যাচ্ছে না। এখন কি উপায়? উইন্ডোজে একটি সেটিংস পরিবর্তন করে বিকল্প ব্যবস্থায় চালাতে পারেন জরুরি মাউসের কাজ। এ জন্য কিবোর্ড থেকে একসঙ্গে left ALT+left SHIFT এবং NUM LOCK কি এক সঙ্গে চাপুন। মনিটরে ছোট একটি পপ-আপ উইন্ডো আসবে।

এ উইন্ডো থেকে OK বাটন প্রেস করুন। এবার NUM LOCK বাটনটি সয়ংক্রিয় করুন। এরপর কিবোর্ড দিয়ে মাউসের কার্সার নাড়াচাড়া করতে পারবেন। ১,২,৩,৪,৬,৭,৮ও৯ বাটনগুলো দিয়ে মাউসের পয়েন্টার মুভ করানো যাবে। আর ’৫’ বাটন দিয়ে মাউসের লেফট ক্লিক এবং ’+’ বাটন দিয়ে মাউসের ডবল ক্লিকের কাজ করা যাবে।

আর ডান পাশের CTRL বাটনের বামের বাটনটি মাউসের রাইট ক্লিকের বাটন হিসাবে কাজ করে। কাজ শেষে NUM LOCK অফ করলে মাউস কি সুবিধাটি ডিজ্যাবল হয়ে যাবে। আজ এতটুকুই আগামিতে দেখা নতুন কোন সমস্যা নিয়ে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।