কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ অনেকদিন পর এবং অনেকদিনের অপেক্ষার পর ফ্রান্সিস ফোর্ড কপোলা'র 'গডফাদার' ত্রয়ী একত্রে বড় পর্দায় আয়োজন করে দেখার ইচ্ছা আজ পূর্ণতা পেল। কী আনন্দ ! একটির পর একটি, মাঝে কিছু খাওয়া-দাওয়া, বাক-বিতণ্ডা এবং বহুবার দেখা তারপরও নতুন নতুন অনেক কিছু আবিষ্কারের, খুঁজে পাওয়ার আনন্দ (বড় পর্দা বলে কথা)! মনখারাপের কিছু মেঘ ছিল মনের আকাশে; তার পুরোটাই কপোলা'র হাত দিয়ে না ফেরার দেশে পাড় করে দিয়েছি। সেই দেশ থেকে মনখারাপের মেঘ যেন আর ফিরতে না পারে তার জন্য সেখানেই তুমুল বৃষ্টির আয়োজন ছিল খ্রিস্টভ কিয়েসলস্কি'র 'ব্লু' প্রদর্শনীর মধ্য দিয়ে। এমন আনন্দের দিন আরো কিছু হোক জীবনে, হোক আগামীকালই আবার !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।