ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ বৃষ্টিবিন্দু ঝুমুর-ঝুমুর তালে নেচে যায় মাথার উপর চালে, দমকা হাওয়া মাতম তোলে তরুবুকে নিকষকালো ছেয়ে আছে চারিদিক, আর আমি; বন্ধ ঘরে একাকী উদ্ভ্রান্ত, পায়চারী, হঠাৎ বজ্রাঘাত যেন বেঁধে আমারই বুকে মটারের সেলের আঘাতে। আঁধারেই খুঁজে ফিরি এক ফোঁটা জল বুক ফেটে চৌচির, যেন তপ্ত মরু, হাওয়ার শীতলপরশ ছুঁতে পারে না দেহ-মন বৃষ্টিকণা মেটায় না তৃষ্ণা যেন বেড়েছে বহগুণ। আমি শুধু আঁধারেই খুঁজে ফিরি; একফোঁটা জল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।