খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে কোনো খাদ্য-সমস্যা নেই। গ্রামাঞ্চলেও কেউ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর গ্রামের মানুষ খুব সস্তায় চাল কিনতে পারছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশের গরিব-দুঃখীরা না খেয়ে কষ্টে থাকত। কিন্তু এখন আর খাওয়ার কষ্ট নেই। চালের দাম হাতের নাগালের মধ্যেই। শনিবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা সদরে স্বেচ্ছাধীন তহবিল ও জিআর ক্যাশ বিতরণ অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।