মনের জানালা আজ আহমেদ ছফার মৃত্যু বার্ষিকী (জুন ৩০, ১৯৪৩ - জুলাই ২৮, ২০০১)। তিনি সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনী মিলিয়ে তিরিশটির অধিক গ্রন্থ রচনা করেছেন। এই মানুষটাকে বাংলাদেশের এবং কলকাতার বুদ্ধিজীবীরা যমের মতো ভয় করতেন। তিনি কাউকে ছাড় দিয়ে কথা বলতেন না! তিনি লেখক শিবির পুরস্কার ও বাংলা একাডেমী কর্তৃক সাদত আলী আখন্দ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। ১৯৮০ খ্রিস্টাব্দে ইতিহাস পরিষদ পুরস্কার গ্রহণ করেছেন বলে জানা যায়। তাঁকে ২০০২ খ্রিস্টাব্দে সাহিত্যে (মরণোত্তর) একুশে পদক প্রদান করা হয় । ২০০১ খ্রিস্টাব্দের আটাশে জুলাই অসুস্থ অবস্থায় ঢাকা কমিউনিটি হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবি গোরস্থানে তাঁর দাফন হয়। উল্লেখযোগ্য গ্রন্থ: জাগ্রত বাংলাদেশ, ১৯৭১ বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, ১৯৭২ বাংলা ভাষা: রাজনীতির আলোকে, ১৯৭৫ বাংলাদেশের রাজনৈতিক জটিলতা, ১৯৭৭ বাঙালি মুসলমানের মন, ১৯৮১ শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ, ১৯৮৯ Aspect of Social Harmony in Bangla Culture and Peace Song, ১৯৯১ রাজনীতির লেখা, ১৯৯৩ আনুপূর্বিক তসলিমা ও অন্যান্য স্পর্শকাতর প্রসঙ্গ, ১৯৯৪ নিকট ও দূরের প্রসঙ্গ, ১৯৯৫ সঙ্কটের নানা চেহারা, ১৯৯৬ সাম্প্রতিক বিবেচনা: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, ১৯৯৭ শরবর্ষের ফেরারী: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ১৯৯৭ শান্তিচুক্তি ও নির্বাচিত প্রবন্ধ, ১৯৯৮ বাঙালি জাতি এবং বাংলাদেশ রাষ্ট্র, ২০০১ উপলক্ষের লেখা, ২০০১ আমার কথা ও অন্যান্য প্রবন্ধ, ২০০২ সেইসব লেখা, ২০০৮ অনুবাদ তানিয়া (মূল: পি. লিডভ), ১৯৬৭ সংশয়ী রচনা: বার্টাণ্ড রাসেল, ১৯৮২ ফাউস্ট (মূল: ইয়োহান ভোলফ্ গাঙ ফন গ্যোতে), ১৯৮৬ কবিতা জল্লাদ সময়, ১৯৭৫ দুঃখের দিনের দোহা,১৯৭৫ একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা, ১৯৭৭ লেনিন ঘুমোবে এবার, ১৯৯৯ উপন্যাস সূর্য তুমি সাথী, ১৯৬৭ ওংকার, ১৯৭৫ একজন আলী কেনানের উত্থান-পতন, ১৯৮৮ মরণবিলাস, ১৯৮৯ অলাতচক্র, ১৯৯৩ গাভী বিত্তান্ত, ১৯৯৫ অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, ১৯৯৬ পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ, ১৯৯৬ গল্পসংগ্রহ নিহত নক্ষত্র,১৯৬৯ ইতিহাসগ্রন্থ সিপাহী যুদ্ধের ইতিহাস, ১৯৭৯ সৃজনশীল জীবনী যদ্যপি আমার গুরু, ১৯৮৮ কিশোর গল্প দোলো আমার কনকচাঁপা, ১৯৬৮ শিশুতোষ ছড়াগ্রন্থ গো-হাকিম, ১৯৭৭ [ তথ্য সুত্রঃ উইকিপিডিয়া ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।