ও আচ্ছা এই বিষয়! খারাপ না কিন্তু হুমায়ুন! হুমায়ুন! হুমায়ুন।
এইবার আমাদের একটু থেমে শ্বাস নেয়া দরকার। কে হুমায়ুন ? কিসের হুমায়ুন? কেন হুমায়ুন?
আমরা হারিয়েছি এক হুমায়ুনকে। হইছে রে ভাই। আমরা শোকাহত।
আমরা শোক প্রকাশ করেছি। কেউ দারিয়ে বৃষ্টিতে ভিজেছি। হইতোবা সেজেছি হিমু । মিসির আলীকে যদি ও দেখা যায় নাই। তার মতো লেখক সাহিত্যিক ঐতিহাসিক উপন্যাসিক আর কবে আসে তারও ঠিক নাই।
তার লেখার যে ধরন সেই ধরনের মানের আরেক হুমায়ুনের জন্মও কবে হয় তার ঠিক নাই। বুঝলাম।
আমরাও তার এই অকাল অস্বাভাবিক ঝরে পড়ায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি। আমরাও কোন অংশেই তার প্রতি ভালবাসা শ্রদ্ধার কমতি দেখাই নি।
কিন্তু আমার কথা হচ্ছে আর কতো,আর কয়দিন।
কয়দিন আমরা তার প্রতি শোক প্রকাশ করব? কয়দিন আমরা তার পরিবার এই মুহুর্তে চা খেল না হোচট খেল সেই আপডেট গুলো প্রতিনিয়তই বিভিন্ন চ্যানেল কিংবা ওয়েবসাইটে দেখিয়ে যাব। আমরা কি একবারও ভেবে দেখেছি - এই হুমায়ুন আসলেই আমাদের কি দিয়ে গেল?
সে কি আমাদের দিয়ে যেতে পেরেছে কোন জীবনাদর্শ?
সে কি এমন কিছু দিয়ে যেতে পেরেছে আমাদের জন্য যা আমাদের জন্য আজীবন চলার পথের পাথেয় হয়ে থাকবে?
আমার তো আজকাল টিভি খুললেই মনে হয় নতুন কোন হুমায়ুন আবার মারা গেল কিনা? যে ভাবে এখনো এই হুমায়ুন গাথা রচনা কিংবা তার ভিডিও মাইলস্টোন রচনা হচ্ছে এতে করে এখন তাকে আগের চাইতে আরো অনেক বড় মাপের কিছু বলে মনে হচ্ছে।
সাম্প্রতিক একটা ঘটনা উল্লেখ করার প্রয়োজন মনে করছি-আমার পরিচিত এক ভাই (এলাকার) খুব নাটক সিনেমা ভক্ত । প্রায়ই আলোচনা হয় কোন নাটক ভাল লাগল কোন নাটক মন্দ। তাকে আমি হুমায়ুন আহমেদের কথা জিজ্ঞেস করতেই ছ্যাত করে জ্বলে উঠল-ওর নাটক কোন নাটক হইল?
সেইদিন আমারো কষ্ট লাগল ।
আর অবাক লাগে যখন আজকে তার মুখেই শুনি -আহ হা বড্ড বড় মাপের লেখক ছিল রে।
তার মুখের এই কথায় তাকে দুটো কথা শুনিয়েছি এটা সত্যি। কিন্তু পাশাপাশি ভাবলাম এরকম অনেকেই হয়তো আছেন। আছেন মানে কি আছে।
প্রত্যেকেই জীবন জীবিকার স্বচ্ছলতার চাবি (কড়কড়ে টাকা) র লক্ষ্যেই ছুটছেন।
আমিও ব্যতিক্রম নই। কেউ ডাক্তার ,কেউ পোদ্দার । কিন্তু ভেবে দেখুন আমরা কি কেউই অন্যের জন্য ছুটছি । কখনোই না। তেমনি হুমায়ুনও নয়।
সেও তার নিজের জন্য ছুটেছেন । বিনিময়ে তিনি কি কিছু নেননি। তার মধ্যেও তিনি আমাদের পুলকিত করেছেন ,আনন্দ দিয়েছেন ,শিক্ষা দিয়েছেন। তাই বলে আর কতো । আমাদের নবী রাসুল কতো উত্তম মানুষ তাদেরই নাম কয় জন নেয় কে জানে,তাদের নিয়ে কয়জন লেখে ,কিংবা ভিডিও প্রকাশ করে কিংবা প্রতিবেদন বানায় কে জানে,তাদের নিয়ে সামহোয়্যার ইন ব্লগে কয়বার ব্যানার বানানোর প্রয়োজন বোধ করেছেন সেটা আমি জানিনা।
আর এখন হুমায়ুন হয়ে গেলেন মহাপুরুষ । কলমের জাদুকর ।
হাহ হাসতে ইচ্ছে হয়। অনেকে হয়তো এখনো তারই পক্ষে সাফাই গাইবেন।
ভাইরে আল্লাহর নাম নেন,কাজে লাগবে ,নবী রাসূলের অনুসারিত হন লাভ বৈ লোকসান হবেনা।
তার মানে এই না আমি একজন বহুত ঈমানদার লোক । তা না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।