ঘুরে ঘুরে পাইনের বনে এক রূপকথা কাঁদে আমি তাকে বেনামেই চিনি। রাত ভর সে মেয়েটি খোঁপা খুলে হাঁটে আর কাঁদে আর গায়। রাতে সেই দু্ঃখী মেয়ে নিজরূপে ফেরে, বন জুড়ে হাঁটে আর গায়। দিনে মেয়ে ঘুঘু পাখি, ডেকে উঠে বাড়ির আঙিনায়। গান হোক, পাখি হোক, হোক সে রূপকথা এক; ঘুঘু তো আজও ডাকে; ডাকে ডাকে কোন দূরে আমাদের ডেকে নিয়ে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।