আমাদের কথা খুঁজে নিন

   

এক যুগের আগে আর পরের ,,কথা...!

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....! অনেক দিন পর আজ সন্ধ্যার পর মৌচাক গেলাম। বছর ১২ আগে যখন প্রথম ঢাকায় আসি তখন এই মৌচাক ছিল আমার সবচেয়ে পরিচিত জায়গা। এতো বছর পর আজ সেই সব দিনের কথা মনে হলো। মৌচাক ওভার ব্রীজের ওপর কিছু সময় বস ছিলাম। মনের পর্দায় ভেসে আসছিল. ১২ বছর আগের অনেক স্মৃতি।

............................ মফস্বল থেকে আসা এক ছলের ছবি। ঢাকা শহরের কিছুই চেনে না, জানে না। রামপুরা থেকে ১০ নম্বর বসে মৌচাক আসে কোচিং করতে । শহরের রংচং ওয়ালা ছেলে মেয়েদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোর্চি করে। বড়ই বেমানান লাগে তাকে...! বেমানান তার পোশাক আশাক।

আর ক্লাস শেষে গিয়ে বসে ওভার ব্রীজের ওপর। গাড়ির হর্ণ, রিকশার টুনটুনানি, মানুষের হেটে যাওয়া দেখে। নিজের ফেলে আসা গ্রামের কথা মনে হয়। মন বিষাদে ভরে । কারণ শহরে তার বন্ধু নেই।

আত্বীয়ের বাসায় থেকে বড় হওয়ার স্বপ্ন দেখে। ,,,, আর আজ ১২ বছর পর মনে পড়লো, কিছু মুখ। শহরের সেই সব রংচং ওয়ালা ছেলে মেয়েদের মুখ। ..যদিও পরের দিকে তারে সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়েছিল আমার। এখনকার মত মোবাইল ফোন ছিল না।

তাই কারণও সঙ্গে কেন যোগাযোগ আজ আর নেই। ওভারব্রীজের রেলিংয়ে বসে মনে পড়লো,, আরো এক জনের মুখ। সেই কথ না হয় নাই বললাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।