আমাদের কথা খুঁজে নিন

   

আলো- ছায়া- নেশা...

'-' কয়েক টুকরো মোমের আলো পড়ছে, নেশাগ্রস্থ গ্লাসের উপর। ছোঁবোনা- আলো পরুক; ছায়া পরুক; ছোঁবোনা- যখন রাত্রি শেষে, গ্লাসের গা বেয়ে ছায়ারা গড়িয়ে পরবে, হয়তো রক্তক্ষয়ী যুদ্ধ বাধবে- সেই সময়কালে, মস্তিষ্কে। তবুও ছোঁবোনা- গন্ধ নেবনা- চিরকাল বেঁচে থাকার অবলম্বনের, নিষেধের বেড়াজাল ডিঙ্গানো ‘অপরাধের’। আর ছোঁবোনা, গন্ধ নেবনা- তোর গালে এক ফোঁটা মোমের আলো পরুক সেটাই দেখবো আড়াল থেকে, স্পর্শ করতে চাইবোনা। ঝাপসা আলো ডিঙ্গিয়ে আঙ্গুলের ছায়া আঁকবো- বিবিক্ত কল্পনায়! তবুও ছোঁবোনা সেই ‘অসামাজিকতা’, হেলান দিয়ে- একবার শুধু আলোর সামনে দাঁড়াস, অপার্থিব কল্পনাগুলোকে স্বার্থক করবো, আঙ্গুলের ছায়া আঁকবো...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।