আমাদের কথা খুঁজে নিন

   

বুধ-বৃহস্পতিবার হরতাল

বিএনপির সমর্থন পাওয়া হেফাজতকে মতিঝিল থেকে তুলে দেয়ার পর সোমবার রাতে দল ও জোট নেতাদের সঙ্গে বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করেন খালেদা জিয়া।
কর্মসূচি জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, “রোববার রাতে পুলিশ, র‌্যাব, বিজিবির যৌথ অভিযানে শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে নির্বিচারে গুলিবর্ষণে হাজার হাজার আলেম-উলামাকে হত্যা করা হয়েছে। ”
শাপলা চত্বরে অভিযানের সময় গুলিবিদ্ধ আটজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে বিএনপির দাবি নিহতের সংখ্যা অনেক বেশি।
হরতাল শুরুর আগের দিন মঙ্গলবার বাদ আসর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা হবে।


মোশাররফ বলেন, “আলেম-ওলামারা মহানবী (সা.) এর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানাতে ঢাকার শাপলা চত্বরে সমবেত হয়েছিলেন। এভাবে হত্যাকাণ্ডের ঘটনায় জাতি হিসেবে আমরা সারা বিশ্বের কাছে লজ্জিত। ”
ঢাকা অবরোধের পর মতিঝিলে অবস্থানের মধ্যে রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন, গুলিস্থান, বিজয়নগর এলাকায় তাণ্ডব চালায় হেফাজতকর্মীরা। পুড়িয়ে দেয়া হয় অসংখ্য দোকান, গাড়ি। এরপর অভিযান চালায় র‌্যাব, পুলিশ ও বিজিবি।


শাহবাগ আন্দোলনের বিরোধী হেফাজত ‘নাস্তিক’ ব্লাগারদের শাস্তি, নারী উন্নয়ন নীতি বাতিলসহ ১৩ দাবিতে ঢাকা অবরোধের কর্মসূচি দেয়। এই সংগঠনটির নেতা-কর্মীদের সহায়তার নির্দেশ ছিলো খালেদা জিয়ার।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি মেনে নিতে সরকারকে বেঁধে দেয়া ৪৮ ঘণ্টা সময় অতিক্রান্ত হওয়ার পর রাতে দলের ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। তবে এই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, তা জানানো হয়নি।
গত শনিবার মতিঝিলে সমাবেশ থেকে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন বিরোধীদলীয় নেতা।


পরদিন ওই স্থানেই সমাবেশ করে হেফাজত এবং টানা অবস্থানের ঘোষণা দেয়।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, আবদুল মঈন খান, সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজ উদ্দিন আহমেদ, সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আবদুল মান্নান, ইনাম আহমেদ চৌধুরী, এম এ মান্নান, ইকবাল হাসান মাহমুদ টুকু, আহমেদ আজম খান, আবদুল হালিম, সুজা উদ্দিন, আবদুল কাউয়ুম, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় নেতা মজিবর রহমান সরওয়ার, হারুন অর রশীদ, আবদুস সালাম, মাসুদ আহমেদ তালুকদার, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভুঁইয়া, দীপের দেওয়ান, শিরিন সুলতানা, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
১৮ দলীয় জোটের নেতাদের মধ্যে ছিলেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ।
দল ও জোট নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন খালেদা জিয়া।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।