আমাদের কথা খুঁজে নিন

   

আসুন পান করি মৃত্যু ----কালপুরুষ

নারীবাদীরা নারীমুক্তি সমধিকার চীৎকার করে মুখে আগুন জ্বালে সেই উত্তাপে ত্রয়োদশী কাজের মেয়েটির পিঠ কান চোখ উরু ঝলসে যায় এখনও সে নারী নয়! আসুন উপভোগ করি আর্তনাদ যেহেতু তারা ছিল যথার্থ পরিমাণে আঘাতযোগ্য মানবাধিকার কর্তৃপক্ষ সত্যনীতি ন্যায়বিচার শ্রেণীহীন সমাজ অর্জনে মিছিলে নামে তাঁদের দৃঢ় পদক্ষেপ পঙ্গু ভিক্ষুকের বুক পিষ্ট করে হেঁটে যায় মিছিল অযোগ্যরা মানব নয় কখনও! আসুন উদযাপন করি শোক যেহেতু তারা ছিল যথার্থ পরিমাণে দুর্বল ধর্মব্যবসায়ীরা শান্তিনীতি ঈশ্বরনীতি স্বর্গের নামে যুদ্ধে নামে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ধর্মের পক্ষে ব্যক্তিগত স্রষ্টার পক্ষে যুদ্ধ মসজিদ প্যাগোডা মন্দির মানবিক ঘর পোড়ে ধর্মগ্রন্থ— রক্তে ভাসে উপাসনালয় ঈশ্বর জানেন মানুষ ও ধর্ম— কে শ্রেষ্ঠ! আসুন উদযাপন করি শব উৎসব যেহেতু তারা ছিল যথার্থ পরিমাণে সংখ্যালঘু সাম্রাজ্যবাদীরা অর্থনীতি দেশ সামাজিক মানুষের উন্নয়নে রপ্তানী করেন পণ্য মূলত তাঁরা রপ্তানী করেন মানবিক হাড় মাংস রক্ত এবং শোষণ জননীর মাতৃত্বকালীন অভিশাপ পিতার কবরস্থ হৃদয় তারা সামাজিক নয় বলাই বাহুল্য! আসুন পান করি রক্ত যেহেতু তারা ছিল যথার্থ পরিমাণে মৃত্যুযোগ্য আসুন পান করি রক্ত আসুন পান করি মৃত্যু সহজ প্রার্থনার মতো মৃত্যু আসুন পান করি মৃত্যু ।। ১মে২০১৩ ।। বিঃ দ্রঃ যাদের বানানো পোশাক পরে আমরা জীবন যাপন করি তারা আজ সাদা কাফন পরে কবরস্থ হলো বেওয়ারিশ হিসেবে!!--- এই দুঃখটা আমরা যেন ভুলে না যাই। আমাদের আজকের চেতনা যেন আর কোনদিন মৃত্যুবরণ না করে।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।