যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে রোদছায়া! আদৌ কি কেউ ছায়ার সাথে কিংবা নিজের অস্তিত্বে জিইয়ে রেখেছে কাউকে? আজো কি কেউ এপাশ-ওপাশ, ঝুম ঝুম বৃষ্টিতে পায়রা ওড়ার মতো ভিজে ভিজে ভেজা চোখে চেয়ে থাকে ? যদিও সবই সত্য-অসত্যের মতো কল্পনা-বাসনা, রাত-বেরাতের চাওয়া চাওয়ির অপূর্ণতা; আচ্ছা,দুপুরের কড়া রোদে তুমি কি আমার জন্যে অপেক্ষায় ছিলে আদৌ কোন প্রান্তরে? কিংবা আমি? আচ্ছা,আমি কি শিমুল গাছের ছায়ায় তোমাকে কখনো দেখেছি আমার অপেক্ষায়? একবার এলেবেলে সাত সকালে আমি ঘুম ভেঙ্গে শালিক দেখেছি ক্ষিপ্ত মন নিয়ে; তুমিও কি কখনো ভেবেছো অনাকাংক্ষিত কিছু প্রাপ্তির নিরস বদন হতে? স্মিত হেসে এই বেলায় দেব দূত বলে গেলো, রোদছায়া,তোর অপেক্ষায় রোদ ছায়া তোর ছোঁয়ার আশায় বেলা-অবেলায়, ঝুম ঝুম বৃষ্টিতে চেয়ে আছে, চেয়ে আছে দুচোখে অপার ভালবাসায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।