আমাদের কথা খুঁজে নিন

   

আগে ঘরে চেরাগ দে তারপর মসজিদে দিস

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । পথে কত ফকিরের সাথেই’ত দেখা হয় , তো কয়েকদিন আগেও একটা ফকিরের সাথে দেখা হলো , সে বলতেছে যে আমাকে দান করলে আল্লাহ আপনাকে দিবে , রোযার দিনে’ত আরো সত্তুরগুন বাড়িয়ে দেবেন “ আমি তারে বললাম “ আল্লাহ তোমারে না দিয়া আমারে কেন দিবে এইটা একটু বোঝাইয়া বল “ আর তোমারে দিলেই যে আমারে দিবে.... এইডা কেমন কথা ! তোমারে দিবে না কেন, তোমার দোয়ায় যদি আমাকে দেয় তাহলে তোমার দোয়ায় তোমারে দিবে না কেন ?? ফকির আর কি বলবে... এখন আমাকে দেখলে আর টাকা খুজে না , মুচকি,মুচকি হাসে...। আরেকটি ব্যাপার যা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম .... আল্লাহ সুবহানাতায়ালা মসজিদে দান করলে বেশি খুশি হন নাকি কোন দুস্থ-গরিব মানুষকে দান করলে বেশি খুশি হন ? দুটো সম্পূর্ন আলাদা ব্যাপার হলেও এ কথাটা ভাববার বিষয় । আমাদের চট্টগ্রামের একটা প্রবাদ আছে যেখানে বলা হয়েছে “ আগে ঘরে চেরাগ দে তারপর মসজিদে দিস “ এই প্রবাদটার সঠিক ব্যবহার খুব কমই দেখা যায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।