আমাদের কথা খুঁজে নিন

   

কত অপরাধ করেছি আমি

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ রজনীকান্ত সেন আহা, কত অপরাধ করেছি আমি তোমারি চরণে মাগো! তবু কোল-ছাড়া মোরে করনি, আমায় ফেলে চলে গেলে না গো! আমি চলিয়া গিয়েছি আসি বলে, তুমি বিদায় দিয়েছ আঁখি-জ্বলে, কত আশীষ করেছ, বলেছ, বাছারে, সাবধানে যেন থাকো; আর পড়িলে বিপদে, যেন প্রাণ ভরে মা, মা বলে ডাকো। যবে, মলিন হৃদয় তপ্ত, লয়ে, ফিরিয়াছি, অভিশপ্ত! বলেছি, মা, আমি করিয়াছি পাপ, ক্ষমা করে পায়ে রাখো, তুমি মুছি, আঁখিজল, বলিয়াছ বল্ আর ও পথে যাব নাকো। আমি পড়িয়া পাতক-শয়নে চাহি চারিদিকে দীন নয়নে, প্রলাপের ঘোরে কত কটু বলি, মা তবু নাহি রাগো; আমি দেখি বা না দেখি বুঝি বা না বুঝি, সতত শিয়রে জাগো! প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার হিসেবে রজনীকান্ত সেন (জন্মঃ ২৬ জুলাই, ১৮৬৫ - মৃত্যুঃ ১৩ সেপ্টেম্বর, ১৯১০) বাঙালি শিক্ষা-সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন। আজ তাঁর জন্মদিনে স্বশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।