আমাদের কথা খুঁজে নিন

   

কে কথা কয়? [A little tribute to Humayun Ahmed]

দিবা নিশি ভোর, অষ্টপ্রহর কে কথা কয় কানের ধারে? কার সুরে মন যাচে এ জীবন আলো হতে যেয়ে অন্ধকারে, কে ছবি আঁকে, বেঁধে বিষ’পাকে আত্মার মুখে আয়না ধরে কে করে সাধন, অপার বাঁধন খুঁজে ফিরি তারে পথের পরে। কে চলে পথে, অগ্নিরথে ধুলি ধুসরিত এ অসময়ে বাজিয়ে মাদল, কে আনে বাদল দিবশ-রজনি ক্লান্ত লয়ে? কার নামে ওঠে সাধু সাধু রব, কার নামে মনে জাগে চাপা ভয়? কে কথা কয়? চিনিনে তাহারে, না জানি তাহার নাম, পরিচয়। salman haider, 21-07-2012.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।