আমাদের কথা খুঁজে নিন

   

এটি কোন পদ্মা সেতুর গল্প নয়

মনের জানালা জামিল সাহেব আর আদনান সাহেব প্রতিবেশী। আদনান সাহবের একতলা বাড়ি আছে আর জামিল সাহেবের টিনের ঘর। তিনি ঠিক করলেন তার ঘরটি পাকা করবেন। কিন্তু হাতে টাকা পয়সা নাই। অগত্যা আদনান সাহেবের শরণাপন্ন হলেন।

তিনি আশ্বস্ত করলেন টাকা ধার দিবেন। [ ঘটনা এখানেই শেষ হতে পারত। কিন্তু হয় নাই। ] এক অজ্ঞাত কারণে আদনান সাহেব জামিল সাহেবের উপর ক্ষেপে গেলেন। জামিল সাহেবেও কম যান না, লোক মুখে আদনান সাহবের কুৎসা রটাতে লাগলেন এবং তার দেয়া ধারের টাকা তার দরকার নেই তিনি নিজেই সব বন্দোবস্ত করতে পারবেন বলে বেড়াতে লাগলেন।

[ ঘটনা এখানেই শেষ হতে পারত। কিন্তু হয় নাই। ] এক সন্ধ্যায় আদনান সাহেবের বাসায় জামিল সাহেবকে বলতে শুনা গেল ফিসফিস করে, “টাকাটা দেয়া যায় না.. .. .. ?” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।