আমাদের কথা খুঁজে নিন

   

অন্তরঙ্গ সালমান-বিপাশা

কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু আমিই কি বুঝি তার কিছু লাভবাংলা বিনোদন ডেস্ক: মুম্বইয়ের এক কফি শপে বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী বিপাশা বসুকে দেখা গেছে অন্তরঙ্গ আড্ডায়। মুম্বই শহরতলির বান্দ্রার পালিনাকা নামের ওই বেকারি ও কফি শপে সাধারণ পোশাকে সালমান-বিপাশা বসেছিলেন খোলামেলা পরিবেশে। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘নো এন্ট্রি’র পর আর কোন সিনেমায় এ পর্যন্ত দেখা যায়নি সালমান-বিপাশাকে। তবে বহুল প্রচলিত ধারণা হলো, পুরনো দূরত্ব ভুলে ভবিষ্যতে নতুন কোন সিনেমায় কাজ করবেন এ দু’জন। অবশ্য সিনেমার পর্দায় কাজ না করলেও সালমানের দাতব্য সংস্থা ‘বিয়িং হিউম্যান’-এর জন্য ২০১০ সালে ঠিকই রম্পে হেঁটেছেন বিপাশা। আর জন আব্রাহামের সঙ্গে টানাপোড়ন শেষ হলে সালমানকেই বেশি কাছে পেয়েছিলেন তিনি। এখন দেখার বিষয় এই ‘আড্ডা উইথ কফি’ শেষে সালমানের নতুন কোন সিনেমায় বিপাশাকে ভবিষ্যতে দেখা যায় কিনা। রেডিও লাভবাংলা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.