আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো ও ব্রিটিস কাউন্সিলের (ইষ্ট ইন্ডিয়া কোং) নতুন ফাঁদ।

বাংলা ভাষার জন্য প্রথম আলোর ভালবাসার হার ২ % মাত্র। প্রথম আলোর প্রতি পৃষ্টায় ইংরেজি সন তারিখ উল্লেখ তাকলেও বাংলা সন তারিখ পাবেন মাত্র ২ পৃষ্টায়। তা ছাড়া সপ্তাহে তিন দিন ইংরেজি শিক্ষার আসর প্রকাস করলেও বাংলা শিক্ষার কোন ব্যবস্থাই নেই । বিবিচি জানালার মুটোফোনের মাধ্যমে ইংরেজি শিক্ষার ব্যবস্থাটি আমার কাছে মনে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নব্য সংস্করন। এটা ইংরেজি শিক্ষার নামে আসলে এক প্রকার বানিজ্য।

যা মুটোফোন ব্যবহারকারিদের পকেট কাটার একটি ব্যবস্থা। এবার ব্রিটিস কাউন্সিলের সাতে জোট বেধেছে প্রথম আলো। অলিম্পিক গেইমকে সামনে রেখে নতুন ধান্ধায় নেমেছে প্রথোম আলো ও ব্রিটিস কাউন্সিল। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে তাদের এই নতুন ধান্ধা বা ফাঁদ। দুই মাসতুতো ভাই মিলে প্রতিদিন একটি করে কুইজ চাপবে প্রথোম আলোয়।

প্রলোভন হিসেবে আছে নানা পুরুষ্কার। লোভি বাঙ্গালিদের জন্য যা আদর্শ। কাজেই বাঙ্গালিদের এই সংযমের মাসের ফরজ কাজ হলো যত বেশি সম্ভব এসএমএস পাঠিয়ে প্রথম আলো ও তার মাসতুতো ভাই ব্রিটিস কাউন্সিলের যৌত ধান্ধাকে সফল করা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।