আমাদের কথা খুঁজে নিন

   

ইতা কিতা

নাজমুল ইসলাম মকবুল ইতা কিতা নাজমুল ইসলাম মকবুল ইতা কিতা করলায় গো বইন হাছিনা তোমার ইতা দেখইয়া গো বইন শরমে আর বাঁচিনা। । ইলিয়াস আলী গুম করিয়া ছিলট করলায় কানা জিনিসপত্রর দাম বাড়াইলায় হুনলায়না কারও মানা দেশর মানুষ উপাস মারলায় লজ্জাতে আর বাঁচিনা। । গণতন্ত্রর ফাকা বুলি তোমার মুখে শুনা যায় পুলিশ দিয়া পিটাও তুমি মিছিল মিটিংয়ে যারা যায় মিথ্যা মামলায় জেলে পুরতে কেনে তুমি দিওয়ানা।

। ইন্ডিয়ারে দিলায় তুমি যেতা মনে ছায় ইতা মনর আশা পুরাইলায় বাকী রইল আর কিতা কালা বিলাই মাথাত তুলি ভারত করলায় ঠিকানা। । শেয়ার বাজার লুট করিয়া রাস্তার ফকির বানাইলায় লাখ লাখ মানুষ নিঃস্ব অইয়া কান্দি কান্দি বুক ভাসায় তোমার দেখি ফুর্তি লাগছে আর করবায় কতো বানা। ।

টপ টু বটম লুটপাট করি বাজাইলায় বারোটা বিশ্ব ব্যাংকের কাছে করলায় দেশবাসীকে কুলুটা চামছাসহ মাল বানাইলায় পাবলিক করলায় বেফানা। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।