মেয়েঃ বাবা বলেছে ছেলে দেখছে দিবে আমায় বিয়ে তারাতারী তুমি নিয়ে যাও আমায় এসে । ছেলেঃ ধৈর্য ধর আর কটা দিন সবে দিয়েছি BCS ক্যাডার হতে এখনও বাকি মাস চারেক । যদি হইয়ে যাই ক্যাডার তোমাকে বিয়ে করার জন্য পাব তোমার বাবার ওর্ডার । এবার যদি নাও হতে পারি BCS ক্যাডার কদিন পরের নির্বাচনে নিশ্চয় হয়ে যাব পলিটিকাল লিডার ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।