It is too much tough to lead a very simple life ফেইসবুকের পেইজগুলা সম্পর্কে কিছু কথা না বলে পারছিনা। বর্তমানে আমাদের দেশে এই পেজ গুলা মুখের বুলি এর মত হয়ে গেছে । আপনি সারা দিন মুখে যা বলবেন, কষ্ট করে একটু সার্চ করে দেখবেন প্রায় সবগুলোর নামেই কোন না কোন পেইজ আছে।
পেইজ থাকুক সমস্যা নাই, কিন্তু তাদের অধিকাংশের কার্জক্রমের কোন সুশৃংখলতা নাই। নাম একটা কাজ করে অন্য রকম।
কোন প্রাসঙ্গিকতা নাই। তার উপর আবার নিজেরা নিজেদের পোস্ট খুব কম সময়েই বের করে আনতে পারে। অন্য পেইজেরটা নিজের পেইজে কপি-পেষ্ট করেই খালাশ। আর লাইক, কমেন্ট পাবার অভিনব সব কায়দাতো আছেই।
# আপনি মানুষ নাকি রোবট, মানুষ হলে কমেন্ট করুন, আর রোবট হলে লাইক
# আমাদের পোস্ট যদি ভালো লেকগে থাকে তাহলে লাইক-কমেন্ট দিয়ে আমাদের উৎসাহ দিতে ভুলবেন না (এক প্রকার ভিক্ষা বলা যায়)
# পৃথিবী বড় নাকি চাঁদ বড়? কমেন্ট দিয়ে জানান।
এরকম আরও হাজারো বাটপারি বুদ্ধি আছে।
বেশির ভাগ পেইজ অ্যাডমিনরা পোষ্টের গুনগত মান না চিন্তা করে শুধু জনপ্রিয়তার জন্য যা মনে আসে তাই পোস্ট দেয়। কি বলছে, কেন বলছে, আসলে বলা ঠিক হচ্ছে কিনা, কেউ আঘাত প্রাপ্ত হচ্চছে কিনা কিছুই ভাবছে না। আবার অনেক সিরিয়াস সিরিয়াস বিষয় নিয়েও হাশি তামাশা করে, কিছু বললে বলে যে "ফান তো ফানই"।
এসবও খুব বেশী সমস্যা না।
সমস্যা হল, আমরা, সাধরন মানুষ, আমরা চিন্তা করা একপ্রকার ছেড়ে দিয়েছি বলা যায়। যা কিছু হচ্ছে, হউক এইরকম একটা ভাব আমাদের। রাজনীতি এর কথা বাদই দিলাম। কারন বেশির ভাগ তরুণ-তরুণীরা রাজনীতি করাতো দূরে থাক, পারলে ঘৃণা করে। কিন্তু আসলে আমাদের কি করা দরকার ছিল? রাজনীতিতে সক্রিয় না হলেও রাজনীতি সচেতন হওয়া দরকার ছিল।
নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হয়ে দরকার ছিল।
ওটা কথানা। কথা হল, অল্প সময়ে এই পেইজ গুলো অনেক মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক মানুষের কাছে বার্তা পৌঁছানোর মাধ্যম হয়েছে। সেটা খুবই ভালো।
কিন্তু তারা যা মনে আসছে তাই দিয়ে যাচ্ছে, আর আমরা আম জনতা তাদের কথা বিশ্বাস করে যাচ্ছি। তাদের পোষ্টে প্রভাবিত হচ্ছি। বেকুবের মত অনেক সময় তাদের হয়েই রেসপন্স করছি। কেউ রেসপন্স করুক, তাতে আমার আপত্তি নাই। আপত্তি সেখানেই, যেখানে একজন বুদ্ধি সম্মত মানুষ অবুঝ সেঝে থাকে আর সেভাবে আচরণ করে।
যত গুলো জনপ্রিয় পেইজ আছে তাদের অধিকাংশ পেইজের সম্মানিত অ্যাডমিনগণ এইচ এইস সি পরিক্ষা দিয়েছে অথবা গ্র্যাজুয়েশনের প্রথম বর্ষে আছে। এই বয়সে আসলে খুব বেশী চিন্তা ভাবনা আশা করাটাও ঠিক না। তাদের কাছে দুনিয়াটা এখন রঙ্গিন। মজা, দুস্টুমি করতেই তারা বেশী স্বাচ্ছন্দ অনুভব করেন।
বাইরের দেশ গুলোর দিকে তাকালে দেখা যায়, তারা পেইজ গুলোকে কতটুকু সিরিয়াসলি নেয়।
সময় দেয়। প্রাসঙ্গিক থাকে বিষয়বস্তুগুলো। অনেককে দেখা যায়, তাদের পরিচিতিতেও উল্লেখ করে যে অমুক পেইজের owner. সেটা আমাদের দেশে হলে কি হবে?? "owener of ধর সাইকেল মুইতা আসি"!!!
পেইজ থাকুক, মজা হোক, তথ্য জানি, তাতে কোন সমস্যা নাই। সমস্যা হবে যখন তার ব্যবস্থাপনায় আন্তরিকতা থাকবে না। আমরা ইচ্ছা করলেও ছত্রাকের মত দিন দিন বাড়তে থাকা পেইজগুলার স্বভাব পরবর্তন করতে পারবনা।
কিন্তু আমাদের রেসপন্সকে আরও সুগঠিত করতে পারব। লাইক, কমেন্ট, শেয়ার দেয়ার আগে অন্তত একবার হলেও ভেবে দেখা উচিৎ কি করছি। যদি সমর্থন দেয়ার মত কিছু থাকে, যৌক্তিক কিছু থাকে...তাহলে অবশ্যই সমর্থন পাবার যোগ্য।
বিঃদ্রঃ পেইজ এর প্রতি আমার কোন এলার্জী নাই। কিছু কিছু পেইজের উন্মাদ-মাতাল অথবা একান্তই শিশুসুলভ মারাত্মক ভুল অথবা এবং তাতে, আমাদের আপামর জনতার নিরব ভুমিকা, এবং কিছু কিছু সময়ে জনতার ঢল তাদের দিকে প্রবাহিত হয় দেখেই আমার এই আপত্তি।
সেটা হতে পারে আমার একান্তই নিজস্ব। সবারই নিজের মতামত প্রকাশের অধিকার আছে। কেউ যদি কষ্ট পেয়ে থাকে তাহলে দুঃখিত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।