আমাদের কথা খুঁজে নিন

   

চাকরির কথা বলে পতিতালয়ে বিক্রি: জনসম্মুখে অপরাধীর ফাঁসি চাই

নওগাঁ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর পতিতালয়ে আটক থাকার পর পালিয়ে এসেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার এক কিশোরী। ক্লিনিকে নার্সের চাকরি দেওয়ার কথা বলে এক প্রতিবেশী দম্পতি টাঙ্গাইলের একটি পতিতালয়ে বিক্রি করে দেয় বলে মেয়েটি (১৩) পুলিশকে জানিয়েছে। এ অভিযোগে করা মামলায় মঙ্গলবার আব্দুর রাজ্জাক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে আসা কিশোরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাদেবপুরের চান্দাস ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের দরিদ্র ওই কিশোরী স্থানীয় ব্র্যাক স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। এক বছর আগে ওই গ্রামের প্রয়াত কাশেম আলীর ছেলে আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী জাহানারা বেগম ক্লিনিকে চাকরি দেওয়ার কথা বলে মেয়েটিকে টাঙ্গাইলের পতিতালয়ে বিক্রি করে দেয়। কয়েকদিন আগে এক লোকের সহযোগিতায় সে ওই পল্লী থেকে পালিয়ে আসে বলে জানায়। মহাদেবপুর থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটি নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আব্দুর রাজ্জাক, তার স্ত্রী জাহানারা বেগম এবং পতিতালয়ের রমিছা বেগমের বিরুদ্ধে মামলা করেছে। আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হলেও বাকিদের গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৮ ঘ.

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।