আমি যে হেঁটে যাই , শুধু পথে হেঁটে যাই , হেঁটে হেঁটে বহূদূর ...বহূদূর যেতে চাই সকালে আর্টিকুলেটেড বি আর টিসি তে করে বনানী যাচ্ছি । সিট না পেয়ে দাঁড়ায় আছি । এমন সময় আট নয় বছরের একটা বাচ্চা পত্রিকা নিয়ে আসছে । এইটা মোটামুটি সবাই জানে ওরা এই সময়টাতে বাংলাদেশ প্রতিদিন , আমাদের সময় বা ৪ টাকার যে পত্রিকাগুলো আছে সেইগুলা বিক্রি করে । তো কেউ কেউ বাংলাদেশ প্রতিদিন কিনলো , কেউ কেউ আমাদের সময় কিনলো ।
এই সময় সিটে বসে থাকা এক ভদ্রলোক (২৬ - ২৭ বছরের ) জোরে করে বলতেছে , "ওই পিচ্চি , একটা আমার দেশ দে রে ...... " পাশে বসে থাকা এক মুরুব্বী বলতেছে , আমার দেশ তো কবেই বন্ধ করে দিছে । আরো কয়েকটা ইয়াং ছেলে ছিল , তারাও বলতেছে হ্যা তাইতো, আমার দেশ তো বন্ধ । লোকটার তখন যা চেহারা হইছিল, দেখার মত । ) আমি তখন বাচ্চাটাকে বললাম , সংগ্রাম আছে না তোর কাছে ??? ভাইরে দিয়া যা । ভদ্রলোক তখন চিল্লায় উঠে বলতেছে - আমার দেশ কে বন্ধ করছে, বিম্পি ? :O মাইরা'লা আম্রে মাইরা'লা ঘটনার শেষ এইখানে না ।
পিচ্চিটা যখন পত্রিকা বেচা শেষ করে নেমে যাচ্ছে , যাওয়ার সময় সবার দিকে তাকায় বলতেছে , যে পোলায় আমার দেশ বেচবো আর যে বেডায় কিনবো , দুইডারে ধইরা পাড়ায় মাইরা ফালামু । সমস্ত বাস মনে হল একটা হাসির উপলক্ষ পাইলো । প্রায় সবাই হেসে উঠলো। আট নয় বছরের এই বাচ্চার কচি কন্ঠের গর্জন ছড়িয়ে পরুক সারা বাংলাদেশে ।
বাস থেকে নামার পর একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে , যারা রাজনীতি চর্চা করে বা তার সমর্থিত দলের গুণগান করে খবর ছাপানো পত্রিকা পড়ে , তারা আসলে কি হুজুগে পড়ে দল সমর্থন করে ? না কি দুই দিনের বৈরাগী হয়ে ভাতকে অন্ন মনে করে ? সবারই একটা রাজনৈতিক আর ব্যাক্তিগত আদর্শ থাকা উচিত ।
একজন এক কথা বললো আর অমনি নাচা শুরু করলাম , এতে করে নিজের অশিক্ষাটা যেমন বের হয়ে আসে তেমনি ব্যাক্তিত্ব বলতে যে জিনিস সেইটাও লজ্জা পায় । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।