সবটাই চাই। তুমি নয় খানিকটাই দিও,তাও না পারো তো-কিছুই চাইনা। তবুও সবটাই চাইতে চাই। চাইতে দিও..
একজন অভিনয় শিল্পীর কথা আচার আচরন কিভাবে বিশ্বাস করবো সে কখন সত্য আর কখন মিথ্যা অভিনয় করছে। আমরা খবরের প্রকাশ হুমায়ুন স্যারের লাস দেশে আনা থেকে তাফন করা পর্যন্ত শাওয়ন কতো নাটক কতো ঘটনা করছে তা সবই জানতে পারছি।
শুধু শাওয়নের মা একজন সরকারী দলের সংসদ সদস্য হয়াতে এই প্রভাব। তা না হলে হুমায়ুন আহামেদের মা এখনো জীবিত আছেন, মার চাইয়তে সন্তানের আর কেউ বেশী আপন জন নেই এই সত্য যেনে কেন তার মতামতের মূল্যায়ন না করে শুধু দ্বিতীয় স্ত্রী শাওয়নের কথাকে মূল্যায়ন করে হুমায়ুন আহামেদকে নুহাশ পল্লীতে দাফন করা হলো ? আর হলোই যখন তবে কেন কি অপরাদ থেকে অভিনেত্রী শাওন ক্ষমা চাচ্ছে হুমায়ুন আহমেদের বড় মেয়ে ডঃ নোভা, ছোট মেয়ে এবং সাবেক বান্ধবী শীলা ও ছেলে নুহাশ আহমেদ থেকে। কিন্তু কাল কোনভাবেই শাওনকে একসাথে বৈঠকে বসাতে পারেন নি ডঃ জাফর ইকবাল এবং তার পরিবার। তার জন্য আলাদা বৈঠকের ব্যবস্থা করতে হয়েছিল।
হুমায়ুন আহামেদ স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি।
পাশা পাশি তার ছেলে মেয়ে সুক সন্তপ পরিবারকে যানাচ্ছি সমবেদনা।
আমার একাডেমিক পড়ার বাহিরে কমিক্স আর ঠাকুর মার জুলি দিয়ে পড়ার জীবন শুরু হলেও পারভীন আপার বদলে এই হুমায়ুন আহামেদের বই দিয়েই একজন বই পাগল হয়ে উঠেছিলাম। আর সত্যিকারি একজন হিমু, মিসির আলি ও শুভ্রর সাথে দেখা করার জন্য বছর ভরে অপেক্ষা করতাম বই মেলার জন্য। ফেব্রুয়ারির সেই বই মেলায় দীর্ঘ লাই ধরে দারিয়ে থাকতাম সত্যি কারি হিমু মিসির আলি ও শুভ্রর অটোগ্রাফ এর জন্য।
একজন লেখকের মৃত্যু হয় না তেমনই আমাদের প্রিয় এই কথা সাহিত্যিক হুমায়ুন আহামেদের মৃত্যু হবে না অগণিত পাঠকের মাঝে সে বেচে থাকবে হাজার বছর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।