বাঙলা কবিতা চোখের সামনে দেখছি নিজের মৃতদেহ ভয়ের এবং বিষন্নতার সামঞ্জস্য, রাজাকে নয়, কালের প্রতিই এসন্দেহ সুদাসলে উশুল চায় সে সব রাজস্ব! আমার কোনও সঞ্চয়ই নেই, বলছি তাকে, আজ্ঞাবহ সেনার মত কঠিন, রূঢ়, চোখ পাকিয়ে আমাকে তার সামনে ডাকে বলতে বলে সত্য এবং সকল গূঢ়; চোখের সামনে দেখছি নিজের মৃতদেহ কী আনন্দ, কী আনন্দ, দারূন দৃশ্য! সময়কে নয়, রাজার প্রতিই এসন্দেহ রাজাই কালের শিস্য: জটিল, অবিমৃষ্য!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।