অবশেষে আবুল হসেন তার পরিনতি বরণ করেই নিলেন । একটি তারার পতন হয়েছে সরকারের মন্ত্রীসভার আকাশ থেকে । মন্ত্রিত্ব হয়ে উঠেছিল এক বোঝা যা থেকে তিনি মুক্তি পেলেন গতকাল । কিন্তু শত সমালচনার মুখে যেই ব্যাক্তি এতদিন পদত্যাগ করল না সে হটাত কেন কালই এই ঘোষণা দিল কিংবা অর্থ দপ্তরের আবুল গত রবিবার সব শর্ত মানার ঘোষণা দিলেন ।
এ নিয়ে দুষ্ট লোকেদের মুখে ফুটছে নানা দুষ্ট কথার খই ।
কেও কেও বলছেন তিনি হুমায়ন আহমেদের একজন অনেক বড় ভক্ত ছিলেন তাই তার মৃত্যু সহ্য করতে পারেননি এবং সাথে সাথে যেদিন স্যার এর লাশ আসলো সেদিন ই পদত্যাগ করলেন।
কেও কেও বলছেন পদত্যাগ এর জন্য তাকে ১০ পারসেন্ত অফার করা হয়েছে সয়ং বিশ্বব্যাংক কত্রিক এবং যা কিনা তার আত্তসম্মানে আঘাত করেছে এবং টাকা গ্রহন না করেই পদত্যাগ করেছেন ।
আবার এক দল বলাবলি করছে তার মৃত্যু হয়েছে বা তাকে গুম করা হয়েছে দেশের স্বার্থে ঠিক যেমন ভাবে ইলিয়াসকে করা হয়েছিল ।
কিছু জামাত পন্থি ব্লগার আবার লিখা লিখি করছেন যে তার পদত্যাগ এর ভিতর রয়েছে রাজনীতি । হুমায়ন আহমেদের লাশের উপর দিয়ে আওয়ামীলীগ পদত্যাগটি চালিয়ে দিয়েছে ।
যাই হোক দুষ্ট লোকের কাজই হল নিন্দা করা এতে করে গুনি লোকের গুন ঢাকা যায় না । তিনি ছিলেন বাংলাদেশের মন্ত্রীসভার এক জীবন্ত কিংবদন্তী পুরুষ । যার রেকর্ড ছিল ইতিহাসের অনন্য । দুই দুই বার তাকে মন্ত্রিত্ব থেকে বলি দেয়া হয়েছে । এটি কোন গণতান্ত্রিক দেশে সম্ভব নয় ।
যাই হোক আলোচনায় শীর্ষে ছিলেন তিনি । কখনও রোড ভাঙ্গা, কখনও ট্রেনের টিকেট না পাওয়া , ইদে ঘরমুখ মানুষের বাড়ি ফিরতে না পারা মিলিয়ে গোটা অন্তত বিশেক আলোচিত ঘটনার নায়ক এই সুমহান মন্ত্রী ।
কিন্তু বলতেই হয় কাকতালীয় হোক আর পরিকল্পনা করেই হোক এক সুন্দর সময় বেছে নিয়েছিলেন আমার এই মন্ত্রীসভার উত্তম পুরুষ । কোন উচ্ছ বাক্য হচ্ছে না মিডিয়া গুলিতে কিংবা দেশের বিবেগ তথা ব্লগ গুলিতেও কোন আওয়াজ নেই এ নিয়ে ।
যাই হোক আসার কথা হল অবশেষে শুভ বুদ্ধির উদয় হল আমাদের সরকারের , অনেক বুলি কথা আওরানর পরে আবার ফিরে এসেছেন ওই বিশ্ব ব্যাংকের কাছে তবে সেটা বাস্তবতার ধাক্কা খেয়ে ।
ব্যাপক জনমত গড়ে উঠায় শেষ পর্যন্ত সরকারের মাথার তার একটু নাড়া দিয়েছে যে আসলে আমাদের অর্থনীতি আমাদের এমন প্রকল্প করার জন্য কোন অনুমতি প্রদান করে না ।
যাক পরিশেষে অনেক অনেক শুভ কামনা রইল পদ্মা সেতুর জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।