আমাদের কথা খুঁজে নিন

   

মনে পড়ে শেষ দিনের কথা

সমুদ্র এত কাছ থেকে দেখেছি তবুও বুঝিনি উদাস দুপুরে সমুদ্র তার সতীন ঘামে ভেজা শরীর জলে ভেজা চোখ আনমনে হাটে তাজা স্মৃতি এলোমেলো উড়ে চুল কাছে এসে দেখি বেপরোয়া ঢেউ লাফিয়ে উঠে আমার বুকে মনে পড়ে শেষ দিনের কথা। স্থান পালটিয়ে হেঁটে গেলাম,যেখানে যেখানে নীলের শেষ বুকে জল নিয়ে মেঘেরা হাটে ক্রমশ একা থেকে আরও একা ভাবনার জগতে বাতাস এসে বলে কাছাকাছি এসে শুনো; মুক্ত করে দাও প্রতিটি নিঃশ্বাস এবার হৃদয় ভরে ঘ্রাণ নাও, দূর পাহাড়ে তাজা ফুল ফোটে। দরজা খুলে দেখলাম নীরব শূন্যতা চার দিকে বাতাস ঘিরে থাকে শঙ্কাগ্রস্থ আয়না আনমনে কম্পনতুলে; যদি আবার চোখে পড়ে প্রিয় মুখ... কী আশ্চর্য, তুবুও আমি সবি আগলে রাখি তার নতুন সতীন- কবিতার বুকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।