প্রিয় হুমায়ুনের সন্তান, স্ত্রী ও ভাইগন,
আমাদের মতো ভক্তদের কাছে যত না হুমায়ুন আহমেদ আপনাদের কাছে আরো অনেক বেশী প্রিয় মানুষ। কারন, আপনারা কেউ তাঁর সন্তান, কেউ ভাই বা বোন, কেউ স্ত্রী। আপনারা জানেন আল্লাহর নির্দেশ রয়েছে যতদ্রুত সম্ভব লাশ দাফন করার জন্য। নতুবা, আত্মার কষ্ট হয়। আপনারা নিশ্চয় চান না আপনাদের প্রিয়তম মানুষটির আত্মা কষ্ট পাক।
কোথায় কবর হলো, সেটা মোটেই কোন বড় ব্যাপার নয়। ঢাকা বিশ্ব বিদ্যালয় চত্বরে কবর হওয়া সত্বেও কবি নজরুলের কবরে বছরে ১১ মাস ঘাস গজিয়ে থাকে, হিরঞ্চিরা আড্ডা দেয়। ভালবাসা শ্রদ্ধা মনের ব্যাপার, এটা দেখানোর ব্যাপার নয়। কবর দেয়া নিয়ে ঝগড়া বন্ধ করে তাঁর আত্মার শান্তির জন্য দোয়া দরুদ পাঠ করুন। আপনারাই তাঁর কাছের মানুষ।
যে আগে এই ঝগড়ায় হার মানবেন প্রমান হবে সে হুমায়ুনকে বেশি ভালবাসেন।
ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।