আমাদের কথা খুঁজে নিন

   

সহজ চীনা ভাষা : ১

সামহোয়ারইনব্লগ কনফুসিয়াস ক্লাস সম্ভাষণ জানানো: সম্ভাষণ শেখার মধ্য দিয়েই চীনা ভাষার ধারাবাহিক আলোচনা শুরু করছি। আমরা সাধারণত সালাম দিয়ে অন্যকে সম্ভাষণ জানাই। ইংরেজিতে গুড মর্নিং, গুড আফটারনুন বা গুড নাইট। কিন্তু চীনা ভাষা শুধু মাত্র দুইটি শব্দ দিয়েই সব রকম (আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক) সম্ভাষণের কাজ চালিয়ে নেয়া যায়। এটা একটু মজারও বটে! নি হাও! (Nǐ hǎo) এর ভাবার্থ হ্যালো! নি শব্দের অর্থ তুমি আর হাও শব্দের অর্থ ভালো।

তাহলে দেখা যায়- নি হাও বাক্যের অর্থ তুমি ভালো। হ্যা, চীনারা পরস্পরের সাথে দেখা হলে 'তুমি ভালো' বলেই সম্বোধন করে থাকে। এখানে আরেকটি কথা বলতে হয়- নি অর্থ তুমি, কিন্তু যদি একটু মুরুব্বী বা সম্মানিত কেউ হয় তাহলে আপনি বলতে পারেন নিন (Nín)। নি এর সম্মানসূচক শব্দ হলো নিন। অর্থাৎ তখন নি হাউ না বলে নিন হাউ বলতে হবে।

এর পরে নিজের পরিচয় কিভাবে দিতে হয় তা আলোচনা করা হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।