আমাদের কথা খুঁজে নিন

   

আরও কত কিছু যে দেখব এই দুনিয়ায় :: কফিনের সামনে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের হাতাহাতি

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নন্দিত লেখক হুমায়ূন আহমেদের মরদেহে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুটি সহযোগী সংগঠন- যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা শহীদ মিনারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১১টা ৪০ মিনিটে দিকে হুমায়ূন আহমেদের কফিনের সামনে ধানমন্ডি থানা যুবলীগ ও নিউমার্কেট থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও ধ্বস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর প্রায় পাঁচ মিনিট সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর কার্যক্রম বন্ধ করে দেয় আয়োজকরা। পরে বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে ফের শ্রদ্ধা নিবেদন শুরু হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের উপস্থাপক হাসান আরিফ সকলের কাছে এই অনভিপ্রেত ঘটনা ও শ্রদ্ধা জানানোয় সাময়িক ব্যাঘাত ঘটার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, ‘একটি দলের ঐতিহ্যবাহী দুটি সহযোগী সংগঠনের কাছ থেকে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত।’

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।