আমাদের কথা খুঁজে নিন

   

২৭ ঘণ্টার হাজত বাস ও একটি অভিজ্ঞতা (১। আমার সম্পর্কে অভিযোগ )

রাজনীতি বুঝিনা। বাঁকা পথে চলিনা । গন্তব্য ওই তো কিছুদূর সামনেই গত বছর এই মাসেই সকাল টা শুরু হল ভালো ভাবেই , ঘুম থেকে উঠে মাত্র বসলাম একটু পরেই ফোন এলো স্যার ডাকছেন আজ নোট দিবেন তাড়াতাড়ি বের হব তাই তাড়াহুড়া করে তৈরি হলাম পড়তে চলে গেলাম , ফিরে আসছিলাম রাস্তার মাথায় শুনলাম বাসায় গেঞ্জাম সবাই আমাকে ধমকাচ্ছেন আমি নাকি মারা মারি করছি .? আমি বললাম কিছুই জানিনা বাসায় আসলাম (আসল ঘটনা হল ) আমার চাচি আর কাকার সাথে সংসার করবেনা তাই তিনি মহরানার টাকা চাইছেন চলে যাবেন এইটা অনেক কয়দিন থেকেই চলছে আমি জানি। তো বাসায় কাকার সাথে কথা কাটাকাটি করে নারী নির্যাতন মামলা দিবেন এই হুমকি দিয়ে বাসা থেকে বের হন , আর বাসার সামনে রাস্তায় গিয়া বলছেন আমাকে বাসা থেকে বের করে দিছে আর আমার বাচ্চা দুইটা তারা রেখে দিছে ,রাস্তার মোরে মানুষ তাঁকে থানায় যেতে পরামশ দিলেন ( বলে রাখা দরকার তার দূর সম্পপকের এক ভাই আবার দারগা যার ভয় তিনি সবসময় দেখাতেন । ) যাই হোক তিনি থানায় গেলেন বাসায় পুলিশ আসল ,পলিশ এসে আমাকে জিগাইল আমি কে ? তার পরে বলল ঐ মুহিলার মেয়ে দুইটা কই? আমি বললাম ওরা খেলছে , সমস্যা কি? বলল কেন কিছু জাননা??? তোমাদের সবার নামে অপহরণ মামলা ও নারী নির্যাতন মামলা হইছে ,ছেলে হিসাবে তখন বাড়িতে একমাত্র আমি উপস্থিত ছিলাম , আমাকে বলল চল আমাদের সাথে , মেয়ে দুইটা সহ আমাকে থানায় নিয়া গেল বলল ভেতরে বেঞ্চ আছে বস । ২ ঘণ্টা বসে থাকলাম আমার চাচি আসলেন মেয়ে দুইটা তিনি নেয়া গেলেন ,আর পুলিশ কে বললেন ওরে বেধে আটকালে সবাই আসবে ওরে ছেড়ে দিয়েন না, আমি অভিযোগ লিখা দিচ্ছি (এর পিছনে একটা কারন হল আমার চাচা, চাচি, দাদা ,দাদি সবাই আমাকে অনেক ভালোবাসেন ) আমি অবাক হলাম বলে কি ? আমি আবার কি করলাম ,অনেক কাদলাম আমি কিচ্ছু জানিনা আর আমি তো তখন বাসায় ছিলাম না কি হইছে বা না হইছে তাও তো জানিনা এই সবের মানে কি.আমাকে ছেড়ে দেন আমি বাসায় যাব সামনে পরীক্ষা অনেক কাজ!!!!!! আমাকে হাজত খানায় ঢুকানো হল ___________ ২৭ ঘণ্টার হাজত বাস ও একটি অভিজ্ঞতা ( ২।আমি যখন হাজতি ) দেখুন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।