আমাদের কথা খুঁজে নিন

   

।। ভূতভবিষ্যের দখিনা ঋতু ।।

বাঙলা কবিতা -------- শীত শেষ। সমাধীক্ষেত্রের দিকে পাতা ঝরে, শুধু পাতা ঝরে... একেকটা ফুলের চোখ পাখির চোখের মত অবাস্তব আগুন ঝরায়; ওরা বুঝি কেউ কেউ তোমার হাতের চুড়ি, শাড়ির রঙ্গন থেকে কিছু বিভা লুট করেছিলো! এতো দৃশ্য চলচ্চিত্র হয়ে ওঠে পূর্ণদৈর্ঘ্য, সম্পূর্ণ রঙিন... তবু কেন বসন্তই বিষণ্ন-ঋতুর শিরোনাম? সমাধীক্ষেত্রের দিকে পাতা ঝরে এতো পাতা ঝরে দখিনা হাওয়াকে আজ বিনাশের মুখপাত্র ব'লে মনে হয়। --------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।