আমাদের কথা খুঁজে নিন

   

৮ বছরেই মাইক্রোসফট বিশেষজ্ঞ!

আট বছর বয়স একজন মানুষের কম্পিউটারের মতো প্রযুক্তিকে বুঝা কতোটা সম্ভব? এমন প্রশ্নের উত্তরে অনেকেই অসম্ভব বলে উত্তর দিবে। কিন্তু একাজটিই সম্ভব করেছে পাকিস্তানের সাফা তবানি নামে আট বছরের এক বালক। সে ৯১ শতাংশ নম্বর পেয়ে মাইক্রোসফট সার্টিফাইড টেকনোলজি বিশেষজ্ঞ নির্বাচনী পরীক্ষায় পাস করেছে। এ জন্য সে অধ্যায়ন করেছে ১৩ মাস। বিস্ময়কর প্রতিভার বালকটিকে পৃথিবীর সবচেয়ে কম বয়সী মাইক্রোসফট কম্পিউটারের বিশেষজ্ঞ হিসেবেও ধরা হচ্ছে।

খবর দ্য সানের। সাফা তবানির বাবা সাউ তবানি প্রযুক্তিপ্রতিষ্ঠান তবসন টেকনোলজিসের প্রধান নির্বাহী। তিনি তার ছেলের এ সাফল্যে দারুণ খুশি। সাউ তবানি গর্ব করে বলেন, ‘সাফা দারুণ বুদ্ধিমান এক ছেলে। সে ক্যালকুলেটারের সাহায্য ছাড়াই হাতে হাতে দ্রুত কঠিন অঙ্ক সমাধান করতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।