আমাদের কথা খুঁজে নিন

   

এখন সময়টা এমন কেউ যদি বলে " আজ মনটা খুব ভাল।" চমকে উঠি!

এখন সময়টা এমন কেউ যদি বলে " আজ মনটা খুব ভাল। " চমকে উঠি! বিশ্বাস করতে ইচ্ছা হয়না। ভাবি মিথ্যা বলছে। অভিনয় করছে। এত দুঃচিন্তা মাথায় নিয়ে কেউ ভাল থাকে কেমন করে! চারদিকে এত অস্থিরতা।

এত দাঙ্গা- হাঙ্গামা। এত রক্তপাত, নিজের চোখে দেখার পরও কেউ যদি বলে "ভাল আছি। " তাঁকে আমার সাধারণ মানুষ মনে হয়না। হয়তো পাগল। না হয় অতি-মানব।

যখন দেখি, কয়েকজন ক্ষমতা লোভি মানুষ নামধারী প্রাণির পিছনে হাজার-হাজার মানুষ ছুটছে পাগলের মত। সেই বিশেষ প্রাণিদের রক্ষা করতে নিজের জীবনের মায়া ত্যাগ করে গড়ে তোলে মানব প্রাচির। তখন, সেই সব হতভাগ্যদের জন্য মায়া হয়। ইচ্ছা হয় চিৎকার করে বলি, থাম। কিসের জন্য ছুটছ? তোমাদের লাভ কী? তোমাদের রক্তে রন্জিত পথে হেঁটেই তাঁরা চীর কাঙ্খিত ক্ষমতার মসনদে বসবে।

তাতে তোমাদের প্রাপ্তি কতটুকু? ক্ষমতায় বসে তাঁরা তোমাদের ভুলে যাবে। তোমাদের কথা শুনবেনা। কথা বলতে দিবেনা। মুখে তালা ঝুলিয়ে দিয়ে বাকশাল কায়েম করবে। বার বার তাই তাঁরা করে আসছে।

ভবিষ্যতেও করবে! বাস্তবতার ছোয়া আমার গায়েও লাগে। তাদের কিছু আর বলতে পারিনা। হাসিমুখে জিগ্যাস করি "কেমন আছো?" তাঁরাও হাসিমুখে জবাব দেয় "ভাল আছি!" (শাহজাহান আহমেদ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।