আমাদের কথা খুঁজে নিন

   

।। কৃতজ্ঞতা ।।

বাঙলা কবিতা অমৃতের কথা ব'লে বার বার আমাকে বিষপান করিয়েছে মানুষ ওইসব বিষক্রিয়ার সমূহযন্ত্রণা ভেদ ক'রে জেদি একটা অ্যামিবার মত অনেক বছর হলো বেঁচে থাকা মুখোশের ভেতর থেকে বেরিয়ে এসে বারবার মানবতার গালগল্পগুলো বিবিধ মডেলের জহর-মাখা খঞ্জর দেখিয়েছে আমাকে ক্ষতবিক্ষত করে গেছে বার বার ঝড়ে মাথাভাঙা একটা বৃক্ষের মত তবুও বেঁচে ছিলাম কোনও বিষ বা জহর-মাখা খঞ্জর লাগেনি তোমার কোনও অস্ত্রের প্রয়োজন হয়নি কেবল নীরবতা দিয়েই আমার মৃত্যু নিশ্চিত করেছো তুমি! তোমার অভূতপূর্ব নিষ্ঠুরতার প্রতিই এখন আমার সমুদয় কৃতজ্ঞতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।