আমাদের কথা খুঁজে নিন

   

আজ শনিবার !!

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! অনেকের মত হিমু বা মিসিরআলি দিয়ে আমার হুমায়ূন আহমেদের সাথে পরিচয় হয়নি। আমার হয়েছিল উনার লেখা একটা সাইন্স ফিকশান- ' ইরিনা ' দিয়ে। ক্লাস ফাইভের পরীক্ষায় প্রথম হওয়ার পুরুষ্কার হিসাবে এই বইটা পেয়েছিলাম স্কুল থেকে। এর প্রায় একবছর ঢাকায় পর যখন এলাম। আমার মামাত ভাইয়ের বইয়ের সংগ্রহ থেকে পড়লাম- রুমালী, মেঘ বলেছে যাব যাব, আজ আমি কোথাও যাব না....... অনেকেরই হুমায়ূন আহমেদের সাথে, উনার লেখার সাথে প্রথম পরিচয় নিয়েই হয়ত নানান সুখের কোন এক গল্প আছে।

উনি শুধু গল্প লিখেই যাননি, তৈরীও করে গেছেন এরকম হাজারো গল্প। আমার বিশ্বাস হিমু, মিসিরআলি'র সাথে পাঠকের প্রথম পরিচয় যদি একজায়গায় সংগ্রহ করা যায়, সেটাও হবে আর একটা সুখপাঠ্য মহাকাব্য... ...এর পর থেকেই আমি উনার লেখার ভক্ত... প্রায় তিনশ'র কাছাকাছি ..বই উনার....শেষের দিকের হয়ত কয়েকটা বই আমি পড়িনি, এছাড়া উনার লেখা ....বেশিরভাগ বই'ই আমি পড়েছি। উনার লেখা খুবই সহজ ভাবে লেখা হত... রবীন্দ্র, নজরুল, শরৎচন্দ্র... এরা বাংলা সাহিত্যের অনেক উঁচু মাপের লেখক এটা ঠিক... কিন্তু হুমায়ূনের বিষেশত ছিল, ভাষার প্রান্জল আর পরিমিত ব্যবহারে মধ্যে দিয়ে... একটা অসাধারণ জীবন গল্প তৈরী করা। বাংলা সাহিত্যে চরিত্র রুপায়নের দিক থেকে হুমায়ূনের ধারেকাছে কেউ নেই.... একথা আমি হলফ করে বলতে পারি... হিমু,রুপা,বাকের ভাই, শুভ্র, মিসিরআলি, মাজেদা খালা, বাদল, নিতু,মীতু.... এগুলো গল্প উপন্যাসের চরিত্র... কিন্তু এরা বাস্তবে না থাকলেও হাজার হাজার পাঠকের মনে এরা জীবন্ত হয়ে আছে। এতটাই জীবন্ত, যেন আমাদের পাশের পাড়ায় এরা থাকে।

আমরা সবাই খুব ভীষণ ভাবে এদেরকে চিনি। এ এক যাদুকরী ব্যাপার ! এক হুমায়ূন ছাড়া এখন কার পাঠকদের যারা বই পড়ে, তাদের জিজ্ঞেস করে দেখবেন, আর কোন লেখকের তৈরী, এতগুলো চরিত্রের কথা কারো মনে আছে কিনা.... এই একটা দিক থেকেই হুমায়ুন আহমেদ সকলকে ছাড়িয়ে গেছেন...... বাংলা সাহিত্য এমন একটা মানুষকে আবার ফিরে পেতে অনেক অনেক দিন অপেক্ষা করতে হবে। ................................. আজ রবিবার- নামে উনার একটা নাটক ছিল। যারাই দেখেছেন... সবারই হয়ত কমবেশি মনে আছে। কালকে আবার রবিবার, উনিও আসছেন..... কিন্তু আমরা কি আর উনার কাছ থেকে আর কোন লেখা পাব -' আজ রবিবার '! আজ শনিবার... আর ' আজ রবিবার ' -এর মাঝে তৈরী হয়ে গেল যোজন যোজন দূরত্ব।

জানি না, আর একটা 'আজ রবিবার' পেতে আমাদের কতদিন অপেক্ষা করতে হবে !! প্রিয় হুমায়ূন আহমেদ, আমরা হিমু, রুপা, শুভ্র আর মিসিরআলিরা, কাল রবিবারের জন্য অপেক্ষা করছি !! .................................. উনার ব্যাক্তিজীবন নিয়ে অনেকর মনে ক্ষোভ আছে। আমার নেই। এটা একান্তই উনার ব্যক্তিগত বিষয়। পাঠক হিসাবে হয়ত কিছু অভিমান অনেকের আছে, আমার নেই..... এমন মেধাবী মানুষের কিছু'টা স্বাধীনতা থাকেই তার ইচ্ছেমত কিছু'টা পাগলামি করার....প্রকৃতি'ই তাকে সেটা দিয়ে থাকে, আর প্রকৃতিই আপন মমতায় সেটা ক্ষমাও করে থাকে। .................................. আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি... আপনার রেখে যাওয়া- হিমু, শুভ্র, রুপা আর মিসিরআলি ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।