আমাদের কথা খুঁজে নিন

   

।। দ্বিমাত্রিক ।।

বাঙলা কবিতা জ্যোৎস্নার সূক্ষ্ণ অন্ধকারে নিষ্প্রাণ, সঙ্গীসাথিহারা; রূপালী মাঠের মধ্যে শুয়ে আছে স্তব্ধ শিয়াল, তাকে ঘিরে শৃগালসম্মত শোরগোল আনন্দ-সংগীত নয়; দূর লোকালয় থেকে তবু মনে হয়__ তীব্র উল্লাস। ২. চেয়ারে প্রসন্ন সাপ কুণ্ডল নিয়ে বসে আছে; যখন দোলাচ্ছে ফণা বিন্দুকণা চোখ থেকে ঝরে পড়ছে নীল অদৃশ্যত, সেও বিষণ্নতা; কুণ্ডলী অস্থির রাখা সাপের অভ্যাস; চেয়ার পেঁচিয়ে নিচে নেমে যাচ্ছে ভয় আর ভোরের আভাস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।